হুরহুরে ফুলে ফুরফুরে মন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যান্ত্রিক জীবনে কাজের চাপ নিত্যসঙ্গী। একটু অবসর মেলানোই যেন কঠিন। তবুও মন মাঝেমধ্যে বলে ওঠে, আহা যদি কাজকে ফাঁকি দিয়ে কটা দিন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যেত। অবসাদগ্রস্ত মনকে সতেজ করার ক্ষমতা প্রকৃতিরই আছে হয়তো। তাইতো পাখির গান কিংবা ফুলের ঘ্রাণ মন ভরিয়ে দেয় আমাদের।
রাস্তার পাশে অবহেলায় বেড়ে উঠে যে ফুল তাতেও থাকে অপার সৌন্দর্য। ধরুন হাঁটতে হাঁটতে পথের ধারে অচেনা এক ফুল দেখে থমকে দাঁড়ালেন। সবুজ ডগার ওপর ভর করে ঠায় দাঁড়িয়ে রয়েছে গাছটি। বাতাসে দোল খাচ্ছে পাতা। গাছের ঠিক মাথাজুড়ে একগুচ্ছ রঙিন ফুল। যেন কোনো কিশোরী মেয়ে ফুল জমিয়ে তোড়া বানিয়েছে।
এমনই এক বুনো ফুল হুরহুরে। অদ্ভুত নাম তাই না? এ ফুলের সৌন্দর্য দেখে মন ফুরফুরে হওয়াই স্বাভাবিক। আমাদের দেশে অবশ্য খুব একটা দেখা যায় না একে। যা আছে তা সংখ্যায় নগণ্য। একে বিলুপ্ত ফুল বলা যায় তাই।
হুরহুরে ফুলের আরও কিছু নাম রয়েছে। এই যেমন- নুনিরলতা, সূর্য্যাবর্ত্ত, হুলহুলে। ফুলের পুংকেশরগুলো চারপাশে মাকড়শার মতো ছড়িয়ে থাকে বলে ইংরেজিতে এই ফুলকে ‘ওয়াইল্ড স্পাইডার ফ্লাওয়ার’ বা বন্য মাকড়সা ফুল বলে। বৈজ্ঞানিক নাম
ফুলটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা। বহু শাখাপ্রশাখায় বিস্তৃত ঝোপ আকৃতির গুল্ম জাতীয় গাছ। ৬০-৯০ সে.মি উঁচু হয়। কখনো কখনো উচ্চতা পৌঁছায় ১২০ সে.মি তে। কাণ্ড সবুজ, শক্তপোক্ত, আঠালো এবং সুন্দর গন্ধযুক্ত। কাণ্ডের গায়ে কাঁটা থাকে।
হুরহুরের পাতা একান্তর ভাবে সজ্জিত। এর বোঁটা লম্বা, ফলক করতলাকারের মতো খণ্ডিত। প্রতি পত্রদন্ডে ৩- টি পত্রক ছড়িয়ে থাকে আঙুলের মতো। ২-১০ সেমি লম্বা ও ২-৪ সেমি চওড়া পত্রকগুলি ডিম্বাকার বা উপবৃত্তাকার। পাতার কিনারা খুব সূক্ষ্মভাবে করাতের মতো দাঁড়াযুক্ত বা ঢেউ খেলানো। পাতার রঙ সবুজ ছাড়াও গোলাপি, বেগুনি রঙের হতে পারে। কাণ্ড ও পাতা উভয়ই খাওয়া যায়।
ডালের আগায় লম্বা মঞ্জরিদণ্ডে পর্যায়ক্রমে ফুল ফোটে। বেশিরভাগ ক্ষেত্রে সাদা রঙের ফুলের দেখা দেখা মেলে। তবে হালকা বেগুনি, বেগুনি, গোলাপি প্রভৃতি রঙেও হুরহুরে হয়। ফুলের বোঁটা লম্বা, পাপড়ি খোলা, অসমান। বৃতি ৫-৮ মি.মি। পাপড়ি ৪টি, পুংকেশর ৬টি।
শীতের প্রথম ভাগ থেকে শুরু বর্ষা-শরৎ পর্যন্ত এই গাছে ফুল ফোটে। বীজ দূরবাহী ও বৈরী পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এর বীজ দেখতে অনেকটা শামুকের মতো।
স্বাস্থ্যের জন্য কিন্তু হুরহুরে বেশ উপকারি বলা যায়। এ গাছের কচি কাণ্ড খেলে শীতল অনুভূতি হয়। দূর হয় ক্লান্তি। এমনকি রক্তচাপও এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যায়। খিঁচুনি, কানের প্রদাহ, ফোড়া ও পোকামাকড়ের কামড় উপশমে পাতা ব্যাবহার করা হয়। গোল কৃমি প্রতিরোধে ভালো কাজ করে এর বীজ।
এই উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, কীটনাশক এবং অ্যান্টি-মাইক্রোবাইরাল উপাদান। গাছগুলো তাপ এবং খরা সহ্য করতে পারে। টিকতে পারে উচ্চমাত্রার সালফার-ডাই-অক্সাইড বা ক্লোরিন এর উপস্থিতিতেও। শক্তিশালী শোষণ ক্ষমতা থাকায় এটি পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি বায়ুকে পরিশোধন করে বাতাসকে নির্মল করে।
হুরহুরে ফুল কিন্তু কেবল মানুষের পছন্দ নয়। মৌটুসি পাখিও এগুলোকে বেশ পছন্দ করে। এরপর রাস্তার ধারে সাদা কিংবা বেগুনি রঙা এই ফুলের প্রাকৃতিক তোড়া দেখলে আপনার মন ফুরফুরে হবে নিশ্চয়ই।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি


